কওমী মাদ্রাসাভিত্তিক দল নির্বাচনে যাবে তবে হেফাজতের নামে নয়

ক্রাইমবার্তা রিপোট:  ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, কওমী মাদ্রসাভিত্তিক দল নির্বাচনে যাবে, তবে হেফাজতের নামে নয়। মঙ্গলবার তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ কথা বলেন।28
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বলেন, অধিকাংশ কওমী মাদ্রাসা ভিত্তিক দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে। এই দলগুলে হচ্ছে- খেলাফতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি, ওলামা কমিটি বাংলাদেশ, ইসলামী ঐক্য, খেলাফত মজলিশ, জমিয়তে ওলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন, ফরায়জী জামায়াত ও বাংলাদেশ ইসলামী ঐক্য।
তিনি আরও বলেন, ইসলামী দলের নেতা-কর্মিদের হেফাজতের সঙ্গেও সম্পৃক্ততা রয়েছে। তবে, উল্লেখিত দলগুলো হেফাজতের নামে নির্বাচন না করে বিভিন্ন দলের ব্যানারে পৃথক পৃথকভাবে নির্বাচন করবে।

Check Also

রাজনৈতিক হয়রানিমূলক ৭ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিগত সরকারের আমলে দায়ের করা ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।