কক্সবাজারে আকাশ থেকে পড়ল ডেমো বোমা

ক্রাইমবার্তা রিপোট:হঠাৎ করেই আকাশ থেকে অজানা বস্তু পড়ায় চাঞ্জল্য সৃষ্টি হয়েছে কক্সবাজারের পেকুয়া এলাকায়। মঙ্গলবার বিকাল বড় সিলিন্ডার আকৃতির একটি ধাতব বস্তু ওপর থেকে পড়ে। পরবর্তীতে জানা গেছে, বিমানবাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি ‘ডেমো বোমা’ সেটি।

 
বিমান বাহিনীর বরাত দিয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান থেকে ওই ডেমো বোমাটি পড়ে গেছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে সিলিন্ডার আকৃতির ওই বস্তুটি পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রূপালী বাজার সংলগ্ন উপকূলীয় বেড়ীবাঁধে পড়ে। তবে খোলা জায়গায় পড়ায় হতাহতের কোনো ঘটনা সেখানে ঘটেনি। আকাশ থেকে বড় একটি বস্তু পড়ার খবরে তাৎক্ষণিকভাবে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। একটি কার্গো বিমান বিধ্বস্ত হওয়ারও গুজব ছড়িয়ে পড়ে। ওই গুজবে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।33

দেখা যায় ধাতব বস্তুটির মাঝামাঝি অংশে চারটি ছোট আকারের ডানা রয়েছে। মুখের দিকের কাচ ভেঙে যাওয়ায় ভেতরে একটি ক্যামেরা ও বিভিন্ন যন্ত্রপাতিও দেখা যায়।

এসব বৈশিষ্টের কারণে কেউ কেউ সেটি বোমা অথবা বোমার খোলস হিসেবে চিহ্নিত করেন।

 
পুলিশ পৌঁছানোর পর ওই এলাকা ঘিরে ফেলা হয়। সন্ধ্যা ৬টার পর বিমানবাহিনীর দলটি পেকুয়া পৌঁছালে তাদের কাছে ‘ডেমো বোমাটি’ হস্তান্তর করে পুলিশ। তবে সেটি কী ধরনের বোমা ছিল, কীভাবে তা বিমান থেকে পড়ে গেল- প্রসব প্রশ্নের উত্তর মেলেনি।

 
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অনুশীলন বা মহড়ায় ‘ডেমো বোমা’ ব্যবহার করা হয়। সাধারণত শিক্ষানবীশ পাইলটদের প্রশিক্ষণের সময় এ ধরনের ‘ডেমো’ দেওয়া হয়। সূত্র: বিডি নিউজ

 

Check Also

ট্রাইব্যুনালে আ.লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন সাঈদী পুত্র

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।