ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার, সাতক্ষীরার কলারোয়ায় ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলামের শপথ অনুষ্ঠানের ১বছর পূর্র্তি উদযাপন উপলক্ষে ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদক দ্রব্যের ব্যবহার প্রতিরোধ, নারী ও শিশু নির্র্যাতন এবং মানব পাচার প্রতিরোধ, আসন্ন আগামী রমজানে হাট/বাজারের জিনিসের মূল্য তালিকা টাঙ্গানে, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ইউনিয়ন ফুটবল টুর্র্নামেন্ট, আগামী ২০১৭-১৮ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের খসড়া বাজেট, পিইসি/জেএসসি/জেডিসি/এসএসসি এ প্লাস ও বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের তালিকা সংগ্রহ এবং ঈদের পর তাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের লক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে ইউপি পরিষদ ভবনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলামের সভাপতিত্বে এই মাসিক সমন্বয় সভা ও ১বছর পূর্র্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউপি পরিষদে ইউপি সদস্য আনিছুর রহমান, শরিফউদ্দৌলা শরিফ, নূর হোসেন, কামরুজ্জামান, শাফিজুল ইসলাম, মিজানুুর রহমান, মইফুল ইসলাম, আবু তাহের, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফেরদৌস আরা, মনিরা খাতুন, শাহিদা খাতুন, ইউপি সচিব আব্দুল হামিদ, প্রধান শিক্ষকবৃন্দ নারায়ন চন্দ্র মন্ডল, বিলকিস শাহানা, সাজ্জাত হোসেন, ইকবল হোসেন, সেলিনা আক্তার, শিউলি খাতুন, আনারুল ইসলাম, আবুল খায়ের, শাহিদা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দফতারের কর্র্মকর্র্তা আশরাফ হোসেন, বেগম রোকেয়া রহমান, ইমাদুল হক, আকবার আলী, শরিফুল ইসলাম, মজনুর রহমান, মওদুদ আহমদ, মিজানুর রহমান, শামসুর রহমান, আব্দুুস সবুর, মিজানুর রহমান ও সভাপতি/সম্পাদক ইমাম সমিতি প্রমুখ। মাসিক সমন্বয় সভা শেষে শপথ অনুষ্ঠানের ১বছর পূর্তি উদযাপনের কেক কেটে চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম ইউপি পরিষদের আমন্ত্রিত অতিথিদেরকে আপ্পায়ন করেন।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …