গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আজীবন কারাদন্ডের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর জামায়াত।9

গাজীপুর জামায়াতের মহানগর সূত্র জানায়, মঙ্গলবার সকালে নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি আজহারুল ইসলাম মোল্লার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বাজার ও জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ শেষে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় নেতৃবৃন্দ বলেন, ভোটারবিহীন জালিম সরকার অন্যায়ভাবে আল্লামা সাঈদীকে কারাগারে বন্দী করে রাখতে চায়। বাংলাদেশের তৌহিদী জনতা তা হতে দেবে না। তারা বলেন, আল্লামা সাঈদী শুধু বাংলাদেশের সম্পদ নয়, সমগ্র বিশ্বের সম্পদ। জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে সাঈদীকে মুক্তি দেয়ার জন্য নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান।

মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি হাফেজ ইবরাহীম, প্রচার সেক্রেটারি ইরফানুল হক, টঙ্গী পশ্চিম থানা আমীর মোশারফ হোসেন, পুবাইল থানা আমীর আশরাফ আলী, জয়দেবপুর দক্ষিণ থানা আমীর মনির হোসেন, ছাত্রশিবিরের নগর সেক্রেটারি মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সহ-সেক্রেটারি নূরে আলম ভুঁইয়া প্রমুখ।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।