ক্রাইমবার্তা রিপোট:ঝিনাইদহে উগ্রবাদী আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চালিয়ে সুইসাইডাল ভেস্ট আর বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সেখান থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব ৬-এর কর্মকর্তা মেজর মনির আহমেদ বিবিসিকে বলেন, ”গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, এই বাড়িতে নব্য জেএমবির কয়েকজন সদস্য রয়েছে। মঙ্গলবার ভোর থেকে আমরা অভিযান শুরু করি।”
”ওই এলাকার প্রায় ১০টি বাড়িতে অভিযান চালিয়ে দুটি সুইসাইডাল ভেস্ট, বোমা বানানোর সরঞ্জাম, বোমার জেল পাওয়া যায়। সেখানে এন্টি পার্সোনেল মাইনের মতো বস্তু পাওয়া গেছে, যা পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের ডাকা হয়েছে”, বলে জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা।
জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
এর আগে গত ৭ মে ঝিনাইদহের সদর উপজেলার লেবুতলা গ্রামে একটি জঙ্গি আস্তানায় অপারেশন ‘সাটল স্প্লিট’ অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট, যেখানে নিহত হয় দুজন।
গত এপ্রিলে এই জেলার একটি এলাকায় আরেক দফা অভিযান চালায় পুলিশ।
জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
এর আগে গত ৭ মে ঝিনাইদহের সদর উপজেলার লেবুতলা গ্রামে একটি জঙ্গি আস্তানায় অপারেশন ‘সাটল স্প্লিট’ অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট, যেখানে নিহত হয় দুজন।
গত এপ্রিলে এই জেলার একটি এলাকায় আরেক দফা অভিযান চালায় পুলিশ।