ক্রাইমবার্তা রিপোট:বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক ছয় আসামির পক্ষে আপিল শুনানিতে ৭ দিনের মধ্যে রাষ্ট্রপক্ষে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সলিসিডর অফিসকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে আদালত এ মামলার আরেক আসামি সৈনিক আবদুল হালিমের আপিল গ্রহণের আদেশ দিয়েছেন।
গত ১৬ জানুয়ারি বহুল আলোচিত নারাণগঞ্জের সাত খুন মামলায় নূর হোসেনসহ ২৬ জনকে মৃতুদণ্ড দেয় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত।