ক্রাইমবার্তা রিপোট:পাইকগাছা প্রতিনিধি ॥পাইকগাছার হত্যা, চাঁদাবাজী ও জালিয়াতি মামলাসহ একাধিক মামলার আসামী এবিএম এনামুল হককে ডিবি পুলিশের সহায়তায় সোমবার বিকালে পাইকগাছা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সে উপজেলার আমিরপুর গ্রামের মাহমুদ গাজীর ছেলে। ঐ দিন রাতে তার স্বীকারোক্তি মোতাবেক তার নিজস্ব চিংড়ি ঘের মিনহাজ নদীর জলমহলের বাসা থেকে একটি পাইপ গান, ৪টি ককটেল, ৪ রাউন্ড রাইফেল ও ৩ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার হয়েছে। থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়েছে। যার নং- ৩১ ও ৩২। ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি (তদন্ত) এস,এম, জাবীদ হাসান জানিয়েছেন।
পাইকগাছায় অপহরণ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় চিংড়ি ঘের দখল না দেয়ায় এক যুবক অপহরণ, বাসা বাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনায় পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবীন্দ্রনাথ সরদার বলেন, গত ১৪ মে, রাত পৌনে ১২টায় মাগুরা দেলুটি মৌজার ২২০ বিঘার চিংড়ি ঘেরে দখল করতে যেয়ে জনৈক মজিদ সরদারের সন্ত্রাসী বাহিনী চিংড়ি ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় স্থানীয় মনোরঞ্জন কবিরাজের ছেলে কার্তিক কবিরাজকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের দু’দিন পর্যন্ত কার্তিকের সন্ধান না পাওয়ায় রবীন্দ্রনাথ সরদার প্রশাসনের নিকট প্রতিকার চেয়ে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। এদিকে গত ৩ মে একইভাবে উক্ত ঘেরে ভাংচুর ও লুটপাট করলে পাইকগাছা থানায় ১৭০/১৭ নং মামলা হয়।