ক্রাইমবার্তা রিপোট:শ্যামনগর ব্যুরো :মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন নির্বাসন থাকার পর ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশে ফিরে আসেন। দিবসটি পালনে সারা দেশের ন্যায় ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে জাতীয় শ্রমিকলীগ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে ১৭ মে বুধবার র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল সহযোগি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নেতৃত্বে এক বিশাল মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্যামমনগর বাসষ্ট্যান্ডে আলোচনা সভায় অংশ নেয়। সভায় জাতীয় শ্রমিকলীগের শ্যামনগর উপজেলা শাখার সভাপতি এস এম কামরুল হায়দারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলীর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অসীম কুমার মৃধা, যুগ্ম-সাধারন সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু, সদর ইউনিয়ন সভাপতি ও প্রেসক্লাব সভাপতি আকবর কবীর, আওয়ামীলীগ নেতা ড. আব্দুল মান্নান, বাস্তুহারালীগের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক আবু মুসা, রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক মোড়ল, কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম, তাঁতিলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, ছাত্রলীগের ইকরামুল হক লায়েস প্রমুখ। বক্তব্য শেষে দোয়া অনুষ্ঠিত হয়। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাঈদ উজ জামান সাঈদের পরিচালনায় উপজেলা কমিটির ও ইউনিয়ন কমিটির নেতা কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা পর্বের পর মিলাদ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …