আমি আত্মহত্যার চেষ্টা করিনি: শুভশ্রী (ভিডিও)

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:প্রেমিক পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের কারণে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। বৃহস্পতিবার সকাল থেকেই ভারতীয় গণমাধ্যমগুলোতে এমন খবর ছড়িয়ে পড়ে।

এসময় তিনি বলেন, সুইসাইডের খবর শুধুই গুজব।

এতে উৎকণ্ঠায় পড়ে যান শুভশ্রীর ভক্তরা। ভক্তদের সেই উৎকণ্ঠা দূর করেছেন নায়িকা নিজেই।

শুভশ্রী আত্মহত্যার চেষ্টা করেননি এবং ভালো আছেন। এ কথা নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

একই সঙ্গে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও তার বিচ্ছেদ হয়নি বলেও জানালেন এই নায়িকা।

কলকাতা আনন্দলোকে পূজার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শুভশ্রী। তবে ভক্তদের উৎকণ্ঠা কমাতে বৃহস্পতিবার বিকালে নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে লাইভ ভিডিওতে আসেন বস খ্যাত এই নায়িকা।

এসময় তিনি বলেন, সুইসাইডের খবর শুধুই গুজব।

শুভশ্রী আরো বলেন, আমার আর রাজের মধ্যে সবকিছু একদম ঠিক আছে। যে রিপোর্টার এটা লিখেছে সে যে কত বড় মিথ্যাবাদী! যা হোক তার সঙ্গে আমি পরে কথা বলে নেব। সে একদমই একটা মিথ্যা খবর লিখেছে। হয়ত সে এটা মনে করেছে আমার, রাজের ও মিমির নাম থাকলে হয়ত তার পেপারটা একটু বেশি বিক্রি হবে।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।