ক্রাইমবার্তা রিপোট:ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বাল্য বিবাহ রোধ,মাদক,সন্ত্রাস ও জঙ্গি নির্মূলের লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র,ছাত্রী,শিক্ষক সূধীসমন্বয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আযোজনে গতকাল উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটী মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। ইউএনও সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাকেরিনা বেগম,ওসি মোকছেদ আলী,ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান একরামুল হক,কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুারুল হক প্রামানিক দিপু ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান বকুল,চিলাহাটী বিজিবি কোম্পানী কমান্ডার নজরুল ইসলাম,নুরল আমিন,সাবেক চেয়ারম্যান মুরাদ আলী প্রামানীক প্রমূখ সেমিনার শেষে প্রয়াস মেধা বিকাশ কেন্দ্রের উদ্দোগে ২৬ জন এসএসসি কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট এবং এমপির তহবিল হতে প্রত্যেককে এক হাজার টাকার প্রাইজ মানি দেয়া হয়।
ডোমারে পিটিয়ে স্ত্রী হত্যা
ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ ডোমারে পিটিয়ে স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটী ঘটেছে,বুধবার সন্ধায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের সীমান্ত এলাকা গোসাইগঞ্জ আদর্শ গ্রামে। জানা গেছে,ওই গ্রামের চোরাকারবারি ফটিক তার স্ত্রী লিজা বেগমের সাথে ওইদিন সকালে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে তাকে বেদম মারপিট করে। এতে লিজা গুরুতর অসুস্থ হয়ে পড়লে সন্ধায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেয়ার পথে লিজা মারা যায়। পরে অবস্থা বেগতিক দেখে স্বামী ফটিক তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্বহত্যার প্রচারনা চালায় বলে এলাকাবাসী জানান। ঘটনার পর থেকে ফটিক পলাতক রয়েছে। লিজা একই গ্রামের হামিদুল ইসলামের মেয়ে বলে জানা গেছে। ডোমার থানার ওসি মোকছেদ আলী জানান, বুধবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডোমার থানায় একটি ইউডি মামলা হয়েছে।