বুধবার রাতে টাঙ্গাইল সার্কিট হাউজে বিচার বিভাগীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, আইন প্রণয়নের সময় বিচারকদের সঙ্গে রাখলে আইনে এত গরমিল থাকতো না। এতে করে মামলার জটও কমে আসতো। তাই যারা আইন প্রণয়ন করেন তারা যেন বিচার বিভাগকে সঙ্গে রেখেই আইন করেন। তিনি বলেন, বৃটিশ আমলের ত্রুটিপূর্ণ আইনগুলো সংশোধন করে বিচার ব্যবস্থাকে বিজ্ঞান সম্মত করার জন্য আমরা চেষ্টা করছি। সকলে মিলে একত্রে কাজ করতে পারলেই আমাদের দেশ সত্যিকারের সোনার বাংলায় রূপান্তর করা যাবে।
টাঙ্গাইলের সিনিয়র জেলা জজ মো. রবিউল হাসান এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ মো. মাহবুব আলম, স্পেশাল জেলা জজ ওয়াহেদুজ্জামান সিকদার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদা খানম, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।