মাদ্রাসার পরীক্ষায় হিন্দু ছাত্রীর অসামান্য সাফল্য

মাদ্রাসার পরীক্ষায় হিন্দু ছাত্রীর অসামান্য সাফল্য
অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০১৭,

অ-অ+

ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ছাত্রী প্রশমা শাসমল মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় পুরো রাজ্যের মধ্যে অষ্টম হয়েছে। ইসলাম ধর্ম শিক্ষায় সে ১০০ নম্বরের মধ্যে ৯৭ পেয়েছে।

কোনো হিন্দু ছাত্রী মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় এর আগে এত ভালো ফল করেনি। খবর বিবিসি বাংলা’র।

মঙ্গলবার ফল প্রকাশের পর থেকে প্রশমাকে নিয়ে শুধু হাওড়া নয়, পুরো রাজ্যেই আলোচনা হচ্ছে।

হাওড়ার খালাতপুর হাই মাদ্রাসার ওই ছাত্রী প্রশমা শাসমল বলে, ‘র‌্যাঙ্ক করতে পেরে খুব ভাল তো লাগছেই। পরীক্ষা খুব ভালোই হয়েছিল। নম্বরটা আরেকটু বেশি পেলে আরও ভালো লাগতো।’

পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের সিলেবাসে হাই মাদ্রাসা স্তরে অন্য স্কুলের মতোই ইংরেজি, অংক, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের সঙ্গে আরবি এবং ইসলামি পরিচয়- এই দুটি বিষয় পড়তে হয়।

বিগত বামফ্রন্ট সরকারের আমলে পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হয়। হাই মাদ্রাসা পর্যায়ের সিলেবাস মাধ্যমিকের মতো হলেও সিনিয়র মাদ্রাসা পর্যায়ে ইসলামি ধর্মশিক্ষার ওপরে বাড়তি গুরুত্ব দেয়া হয়ে থাকে।

একজন হিন্দু হয়েও আরবি আর ইসলাম পরিচয়- এই দুটি বিষয় পড়তে তার কেমন লাগত- এমন প্রশ্নে প্রশমা বলে, ‘ওই দুটো সাবজেক্টকে আলাদাভাবে দেখিনি কখনো। অন্য বিষয় যেমন পড়তাম, এগুলোও সেইভাবেই পড়তাম, ভালো লাগত পড়তে।’

সে আরও বলে, ‘আমি ক্লাস সিক্সে এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকেই দেখেছি যে স্যারেরা এই দুটো বিষয়ে কে কেমন করছে, তার ওপরে খুব নজর দিতেন।’

প্রশমা হিন্দু হয়েও ইসলাম পরিচয় পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯৭ নম্বর পেয়েছে। বড় হয়ে প্রশমা পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করতে চায়।

কৃতী এই ছাত্রী বলে, ‘বন্ধুদের মধ্যে হিন্দু-মুসলমান কাউকে কখনো আলাদা করে দেখিনি। একসঙ্গে খেয়েছি, আড্ডা মেরেছি। স্যারেদের মধ্যেও হিন্দু যেমন আছেন, মুসলমানও তেমন আছেন। সবাই আমাদের পড়াশোনার দিকে খুব নজর দিতেন।’

প্রশমারই সহপাঠী আরেক হিন্দু ছাত্র মলয় মাঝিও এবছরের মাদ্রাসা পরীক্ষায় ১৭ নম্বর স্থান অধিকার করেছে।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।