ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন : ‘উন্নয়নের পাসওয়ার্ড আমাদেরই হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. নকিবুল হাসান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ।
সাতক্ষীরায় ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি রবি
বর্তমান সরকার তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষায় সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে
ফিরোজ হোসেন : ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ঢাকার আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘তথ্য ও প্রযুক্তির এ যুগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার গুরুত্ব অনেক বেশি। আমাদের জাতীয় জীবনে বিজ্ঞান শিক্ষা ও চর্চার গুরুত্ব অপরিসীম। ক্ষুদ্র শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান শিক্ষার আগ্রহ সৃষ্টিতে সরকার এ ধরনের উদ্যোগ নিয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা তথা বিজ্ঞান শিক্ষা ব্যতীত কোন জাতি তার প্রাত্যহিক জীবনও চিন্তা করতে পারেনা। সংসদ সদস্য আরো বলেন- ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান শিক্ষা ও চর্চা তথা বিজ্ঞান মেলা খুবই জরুরী। বর্তমান সরকার তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষায় সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, সহকারি জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নবজীবনের পরিচালক তারেকুজ্জামান খান, সাতক্ষীরা নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবনের প্রধান শিক্ষক আব্দুল হান্নান মোল্যাসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্কাউটস’র সম্পাদক এম. ঈদুজ্জামান ইদ্রিস।
সাতক্ষীরা নিউমার্কেট আধুনিক ও স্থাপত্যশৈলীরুপে নির্মানের লক্ষ্যে নতুন ডিজাইন বিষয়ে মতবিনিময় সভা
ফিরোজ হোসেন : সাতক্ষীরা পৌরসভার নিউমার্কেট আধুনিক ও স্থাপত্যশৈলীরুপে নির্মানের লক্ষ্যে নতুন ডিজাইন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম হেতেশামূল হক, সাবেক মন্ত্রী ডা. আবতাবুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু প্রমুখ। সভায় নিউ মার্কেটের নতুন ডিজিাইন পর্যালোচনা করেন আর্কিটেক (খুলনা) এর কামরুদ্দিন আহমেদ সাগর। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, ফারহা দিবা খান সাথী, কাজী ফিরোজ হাসান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগর, মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার, প্রধান সহকারী প্রশান্ত ব্যানার্জী, সার্ভেয়ার মামুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর।