কালিহাতীতে অপরিকল্পিত পানি নিস্কাশন ।। ভেঙ্গে যাচ্ছে কবরস্থান,শহর রক্ষাবাঁধসহ বহু ঘরবাড়ি

ক্রাইমবার্তা রিপোট:শাহ আলম,কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপ-শহর খ্যাত এলেঙ্গা পৌর শহরের অপরিকল্পিত পানি নিস্কাশনেরর কারণে পৌর এলাকার ৬টি বাড়ি ইতিমধ্যে পানির তোড়ে ভেঙ্গে পড়েছে। হুমকির মুখে পড়েছে এলেঙ্গা উত্তর পাড়া কবরস্থান,শহররক্ষা বাঁধসহ প্রায় শতাধিক ঘরবাড়ি।17
সরেজমিনে দেখা যায়,কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার বাসষ্ট্যান্ডসহ পুরো এলাকার পানি রাজার ও এলেঙ্গা উত্তর পাড়া মধ্যে দিয়ে অপরিকল্পিতভাবে লৌহজং নদীতে পানি নিস্কাশন করা হচ্ছে। যার ফলে পানির তোড়ে ইতিমধ্যে এলেঙ্গা উত্তর পাড়ার মাসুদ মিয়া,বক্কর হোসেন,দানেজ খা,জহুরুল ইসলাম,মতিয়ার খা ও জুয়েলের বাড়ি ভেঙ্গে গেছে। উত্তর পাড়া কবরস্থানটিও ভাঙ্গা শুরু হয়েছে। নদী থেকে ভাঙ্গতে ভাঙ্গতে মূল শহরের দিকে এগিয়ে আসছে। এভাবে পানি নিস্কাশিত হলে মোতালেব ও বারেক খা’র বাড়িটি ভাঙ্গনের মুখে পড়বে যে কোন সময়। ওই দুটি বাড়ির পরেই এলেঙ্গা পৌরশহর রক্ষাবাঁধ। চরম হুককির মুখে রয়েছে শহর রক্ষাবাঁধ,এলেঙ্গা উচ্চ বিদ্যালয়সহ প্রায় দেড় শতাধিক বাড়ি-ঘর। স্থানীয় লোকজন পৌর মেয়র শাফী খানকে বিষয়টি অবগত করলেও তিনি যথাযথ ব্যবস্থা গ্রহন করেননি বলে জানিয়েছে ভুক্তভোগিরা। এবিষয়ে পানির তোড়ে ভেঙ্গে যাওয়া জনৈক বাড়ির মালিক বক্কর মিয়া জানান,অবিলম্বে ব্যবস্থা না নিলে আমরা আরো ক্ষতিগ্রস্থ হবো। কবরস্থানটিও ক্ষতিগ্রস্থ হবে। স্থানীয় যুবক শরিফ মিয়া বলেন,পানি নিস্কাশনের জন্য বিকল্প রাস্তা বা খালের মধ্যে মোটা পাইপ বসালে ভাঙ্গন ঠেকানো সম্ভব।এলেঙ্গা পৌর মেয়র শাফী খান ওই সমস্যা সম্পর্কে বলেন,সমস্যাটি সমাধানের জন্য ইতিমধ্যে ১৫/২০শ্রমিক লাগিয়ে দেয়া হয়েছে। বালি দিয়ে ভরাটের জন্য মূলত বাড়ি-ঘরের ভাঙ্গনের মাত্রাটা একটু বেশী। এলেঙ্গা উত্তর পাড়া এলাকাবাসী কবরস্থান,বাড়ি-ঘর ও পৌরশহর রক্ষায় অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।