ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন : কার্যকর ব্রান্ডিংয়ের মাধ্যমে সাতক্ষীরা জেলাকে দেশীয় ও আন্তর্জাতিক পরিম-লে তুলে ধরা সম্ভব
সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন’ এই স্লোগানে সাতক্ষীরায় জেলা ব্রান্ডিং নির্বাচন ও কর্মপরিকল্পনা চূড়ান্তকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আব্দুল খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবু বকর ছিদ্দিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বরসা ট্যুরিজম’র পরিচালক এ.কে.এম আনিছুর রহমান, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের আলী, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আরিফুজ্জামান, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোশফিকুর রহমান মিল্টন, হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল কাদের, বিসিক কর্মকর্তা আব্দুল ওয়াদুদ প্রমুখ। বক্তারা বলেন, ‘বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সাতক্ষীরা জেলার রয়েছে সতন্ত্র বৈশিষ্ট্য। এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে অন্যান্য ভৌগলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য, প্রত্মতাত্বিক নিদর্শন ও সাংস্কৃতিকে ধারন করে কার্যকর ব্রান্ডিংয়ের মাধ্যমে সাতক্ষীরা জেলাকে দেশীয় ও আন্তর্জাতিক পরিম-লে তুলে ধরা সম্ভব। কার্যকর ব্রান্ডিংয়ের মাধ্যমে এ জেলার নিজস্ব স্বকীয়তা ও পরিচিতি বৃদ্ধির পাশাপাশি স্থানীয় ও সামগ্রীক অর্থনীতিতে ইচিবাচক প্রভাব পড়বে এবং নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে।’ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক।
Check Also
সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা
শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …