ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :: উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর বিজ্ঞানী ও নেপথ্যকর্মীদের রাজধানী পিয়ংইয়াংয়ের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্বাগত জানিয়েছে হাজারও মানুষ।
শুক্রবার স্টেট মিডিয়া ও আঞ্চলিক কেন্দ্রীয় নিউজ এজেন্সি জানায়, সাহসী বিজ্ঞানী যোদ্ধাদের স্বাগত জানাতে রাজধানী পিয়ংইয়াংয়ের রাস্তাগুলোতে উৎসবমুখর অবস্থা বিরাজমান ছিল। শিশু ও স্কুল কলেজ সহ বিভিন্ন বয়সের সহ¯্রাধিক মানুষ রাস্তায় অপেক্ষা করছিল শুধুমাত্র। নারীরা রঙিন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত ছিল। ক্ষেপণাস্ত্র উন্নয়নে কাজ করা কর্মীদের বহনকারী বাসগুলো লাল পতাকা ও কৃত্রিম ফুল দিয়ে সাজানো হয় এবং নায়কোচিত অভ্যর্থনা জানানো হয়।
উত্তর কোরিয়ার পরমাণু বোমারু বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উন্নয়নের প্রচেষ্টা হিসেবে রোববারের সফল পরীক্ষাটি চালানো হয়। এছাড়াও উত্তর কোরিয়ায় গত বছরের শুরুতে দু’টি পারমাণবিক পরীক্ষা ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক প্রচারণা চালানো হয়। ফ্রান্স ২৪
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …