ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :লিবিয়ার দক্ষিণাঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটিতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৬০জন নিহত হয়েছেন। বিদ্রোহীদের গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর বিমানঘাঁটিতে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে একটি বিদ্রোহী গোষ্ঠী ঘাঁটিটির দখল নেওয়ার জন্য হামলা চালানোর পর সংঘর্ষ শুরু হয়। স্থানীয় হাসপাতালগুলোতে ৬০টি মরদেহ থাকার কথা জানা গেছে। নিহতদের মধ্যে ঘাঁটিতে কর্মরত বেসামরিক নাগরিকও রয়েছেন। নিহতদের বেশিরভাগই স্বঘোষিত জেনারেল খালিফা হাফতার-এর নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জড়িত।
শহরটির মেয়র ইবরাহিম জামি জানিয়েছেন, নিহতদের অনেককেই গলা কেটে হত্যা করা হয়েছে। কয়েকটি যুদ্ধবিমানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়া সরকারের পশ্চিমাঞ্চলের এক মুখপাত্র মোহাম্মেদ আগলিওয়ান জানান, তারা ঘাঁটিটি দখলমুক্ত করেছেন এবং ঘাঁটির ভেতরে থাকা সব বিদ্রোহীদের নিষ্ক্রিয় করা হয়েছে।
২০১১ সালে দেশটির প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর থেকেই লিবিয়ায় সংঘাত চলমান রয়েছে। সূত্র: বিবিসি।