ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন : সফল ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য ‘স্বাধীনতা সংসদ সম্মাননা পুরস্কার-২০১৭’ পেলেন সাতক্ষীরার কৃতি-সন্তান সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান। সম্প্রতি ঢাকার শাহাবাগস্থ বাংলাদেশ জাতীয় যাদুঘরের ‘কবি সুফিয়া কামাল মিলনায়তনে’ স্বাধীনতা সংসদের আয়োজনে ‘সংস্কৃতি হোক সত্য ও ন্যায় প্রতিষ্ঠার শৈল্পিক হাতিয়ার’ শীর্ষক আলোচনা সভা ও স্বাধীনতা সংসদ সম্মাননা পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। স্বাধীনতা সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ.এস.এন জহুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বাধীনতা সংসদ সম্মাননা পুরস্কার বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল মান্নান এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড. হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কথা সাহিত্যিক মঈনুদ্দিন কাজল, স্বাধীনতা সংসদের চেয়ারম্যান এড. এ.এন সালামত উল্লাহ ও স্বাধীনতা সংসদের মহাসচিব সাহেদ আহাম্মদ প্রমুখ।
Check Also
সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি নির্বাচন
মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …