বিএনপির ভিশন-২০৩০ আ.লীগের কাছ থেকে চুরি করা: প্রধানমন্ত্রী

বিএনপির ভিশন-২০৩০ আ.লীগের কাছ থেকে চুরি করা: প্রধানমন্ত্রী
বিএনপির ভিশন-২০৩০ আ.লীগের কাছ থেকে চুরি করা: প্রধানমন্ত্রী, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া ভিশন-২০৩০ আওয়ামী লীগের কাছ থেকে চুরি করা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বেলা ১১ টার দিকে গণভবনে আয়োজিত দলের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যে ভিশন-২০৩০ ঘোষণা করেছে তা আওয়ামী লীগের কাছ থেকে চুরি করা। বিএনপিতো তিনবার ক্ষমতায় ছিল কখনোতো এসব ভিশন শুনিনি। কথায় বলে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি বিদ্যা ধরা না পড়ে। তারপরও জ¦ালাও পোড়াও থেকে বের হয়ে বিএনপি যে একটি ভিশন দিয়েছে এজন্য তাদের ধন্যবাদ জানাই। তবে, বিএনপি তাদের এই ভিশন বাস্তবায়ন করতে পারবে না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, স্বাধীনতার পর যারাই ক্ষমতায় এসেছে তারাই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। আওয়ামী লীগকে ধ্বংসের ষড়যন্ত্র করেছে।

তিনি দলের তৃণমূল নেতাকর্মীদের প্রশংসা করে বলেন, আওয়ামী লীগ যখনই সংকটে পড়েছে তৃণমূলের নেতাকর্মীরা তখনই আওয়ামী লীগ ধরে রেখেছে। তৃণমূল নেতাকর্মীরা সব সময়ই সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।