ইবিতে বিষধর সাপের উপদ্রব ॥ ক্যাম্পাস জুড়ে আতঙ্ক

ক্রাইমবার্তা রিপোট:ইবি প্রতিনিধি-ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিষধর সাপের ব্যপক উপদ্রব দেখা দিয়েছে। রান্তাঘাট, আবাসিক হলসহ বিভিন্ন স্থানে এসব সাপের উপদ্রবে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যপক আতঙ্ক বিরাজ করছে।9

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকাসহ ক্যাম্পাস ঝোঁপঝাড়ে পূর্ণ হয়ে আছে। প্রচন্ড গরমে সন্ধ্যার পর এসব বিষধর সাপ ঝোঁপঝাড় থেকে প্রতিনিয়ত বের হচ্ছে। সাপের উপদ্রব রোধে কোন ব্যপস্থা না থাকায় এসব সাপ আবাসিক হল, রাস্তাঘাটসহ বিভিন্নস্থানে ঘুরে বেড়াচ্ছে। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের আবাসিক হলে অবস্থান ও ক্যাম্পাসে চলাচলে আতঙ্ক সৃষ্টি করছে।
সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষার্থী মেহেদী হাসান নাঈম বলেন, গত বৃহষ্পতিবার রাতে সাদ্দাম হোসেন হলের সামনে একটি বড় বিষাক্ত সাপ বের হয়। শিক্ষার্থীরা তৎক্ষণত লাঠি দিয়ে সেটা মেরে ফেলে।
লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী ফাইজুল্লাহ বলেন, শুক্রবার রাতে লালন শাহ হলের ভিতরে একটি বিষাক্ত সাপের বাচ্ছা প্রবেশ করে। এসময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শিক্ষার্থীরা মেরে ফেলে।
কয়েকদিন আগে ছাত্রীহলের ভিতরেও সাপ প্রবেশ করলে আবাসিক ছাত্রীরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে। এভাবে রাস্তাঘাট, আবাসিক হল, একাডেমিক ও প্রশাসনিক ভবনের পাশে সাপের উপদ্রব দেখা দিয়েছে।
একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘ক্যাম্পাস ঝোঁপঝাড়ে ভরে গেছে। সাপের ব্যপক উপদ্রব হওয়ায় আবাসিক হলে বিশেষ করে নিচ তলায় অবস্থান আতঙ্কজনক হয়ে উঠেছে। যে ভাবে সাঁপ বের হচ্ছে তাতে পথে ঘাটে চলাচলও ঝুকিপূর্ণ হয়ে যাচ্ছে। সন্ধ্যায় হলের সামনে বা ক্রিকেট মাঠে বন্ধুদের সাথে আড্ডায় সাঁপ আতঙ্ক বিরাজ করে। এবিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে যে কোন সময় বড় ধরনে দূর্ঘটনা ঘটতে পারে। এজন্য সাপ নিধনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন,‘সাপ রোধে ব্যবহৃত এসিড দ্রুত ক্যাম্পাস ও আবাসিক হলের আশপাশে সরবরাহ করার ব্যবস্থা করা হবে।’

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান বলেন,‘আমি দ্রুত সাপ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। তাছাড়াও সকল হল প্রভোস্টদের এ বিষয়ে জরুরী পদক্ষেপ নিতে বলব।’

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।