ক্রাইমবার্তা রিপোট: খুলনায় টুইটপাড়ায় ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মুন্সি রাজু (২৭) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে।
শনিবার, ২০ মে ভোর সোয়া ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় মারা যান তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীর খৃস্টানপাড়া বালুর মাঠ এলাকায় ১০/১২ জন ডাকাত সংগঠিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। টের পেয়ে পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছেড়ে ডাকাত সদস্যরা।এতে ৫ পুলিশ সদস্য আহত হয়।
এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত মুন্সি রাজু গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
খুলনা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, অভিযানে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি চাইনিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। নিহত ডাকাত নগরীর পশ্চিম টুটপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে বলে জানা গেছে।
নিহত ডাকাত নগরীর পশ্চিম টুটপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে হত্যা, গণধর্ষণসহ ৫টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …