ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: এবারের কান উৎসবের লাল গালিচায় হাটার জন্য নাকি একেবারেই প্রস্তুতি নিতে পারেননি সোনম। কিন্তু তার এই বিনা প্রস্তুতির লুকেই হইচই ফেলে দিয়েছেন এই ফ্যাশন কুইন। সোনম কাপুর কান মাতিয়েছেন শাড়ি পরে।
এবার কানে কসমেটিক্স ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে লাল গালিচায় হাঁটবেন সোনম। কান শহরে নেমেই এমন শাড়ি পরা ছবি দেখে চমকে গেছেন অনেক ভক্তই। কারণ দীপিকা এবং ঐশ্বরিয়ার চমকদার গাউন পরা ছবি দেখে অনেকেই মনে করেছিলেন যে সোনমও তার ফার্স্ট লুকের ছবিতে পশ্চিমা পোশাকই পরবেন।
সোনমের শাড়ি পুরোটাই হ্যান্ড ডাই করা। সিল্কের এই শাড়ির সাথে তিনি পড়েছেন সাদা রঙের স্পোর্টি ব্লাউজ। হাতে স্বচ্ছ ফ্যাশনেবল একটি ব্যাগ নিয়েছেন।
এর আগে সোনম জানিয়েছিলেন যে কান উৎসবে আসার কোনো প্রস্তুতিই নেই তার। নিজের ব্র্যান্ড ‘রিসন’ এর প্রচারণা নিয়ে বোন রিয়া কাপুরের সাথে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন সোনম। সেই সাথে সামাল দিয়েছেন শুটিং এর কাজও। তাই কানের জন্য আলাদা ভাবে নিজেকে প্রস্তুত করা হয়নি সোনমের। ইন্ডিয়ান এক্সপ্রেস
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …