ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক: ইসলামিক সলিডারিটি গেমসের শুটিং ইভেন্টে একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জয়ের পর এবার মিললো ব্রোঞ্জ পদক। কুস্তি ইভেন্টে এ পদকটি পেয়েছেন বাংলাদেশের অ্যাথলেট শিরিন সুলতানা।
রোববার (২১মে) আজারবাইজানের বাকুতে মেয়েদের ৬৯ কেজি ওজন শ্রেণির ফ্রি স্টাইল ইভেন্টের সেমিতে কাজাখস্তানের জামিলা বাকবেরজেনোভার কাছে ১০-০ ব্যবধানে পরাজিত হন শিরিন।
নিয়ম অনুযায়ী সেমিফাইনালে হেরে যাওয়া দুই প্রতিযোগীকেই ব্রোঞ্জ পদক দেওয়া হয়। এখন পর্যন্ত বাকুর আসর থেকে তিনটি পদক এসেছে বাংলাদেশের ঘরে।
এর আগে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন তরুণ শুটার রাব্বি হাসান মুন্না। ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতে নেন তিনি। এছাড়া স্বর্ণ জিতেন আব্দুল্লাহ হেল বাকি-সৈয়দা আতকিয়া হাসান দিশা জুটি। ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে এই পদক ঝুলিতে পুরেছেন তারা। শুটিং থেকে যেটি ছিল সলিডারিটি গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ণ জয়।
Check Also
সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।
স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …