ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল- শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাসকাটী গ্রামে মাদকাসক্ত শালার হাতে খুন হলো মসজিদের ইমাম দুলাভাই মাওঃ আব্দুল আজিজ।ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নুরনগর ইউনিয়নের দাসকাটি গ্রামে।ওই এলাকার ইউপি সদস্য আবু বক্কার সিদ্দীক জানান,উপজেলার হরিনগর গ্রামের আব্দুল্যাহ শেখের পুত্র নিহত আব্দুল আজিজ শ্বশুর গনি মেম্বর মারা যাওয়ার পরে শ্বশুর বাড়ীতেই ঘর জামাই হিসাবে থেকে যায়। মাওঃ আব্দুল আজিজ পাশ্ববর্তী কাটামারী জামে মসজিদে ইমামতি করতেন।এদিকে তার ছোট শালা নুর আলম এলাকায় একজন মাদকসেবক হিসাবে পরিচিত। প্রায়ই সময় সে মদ গাজা সেবন করে মাতলামি করতো। মসজিদের মুসল্লিরাও গ্রামবাসীরা প্রায়ই অভিযোগ নিয়ে দুলাভাই ইমাম আব্দুল আজিজের কাছে বলতেন।বিষয়টি নিয়ে শনিবার রাতে শালা, দুলা ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। সুযোগ বুঝে রোববার সকালে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে শালা নুর আলম দুলা ভাই আব্দুল আজিজকে গলা কেটে হত্যা করে। এসময় ঘাতক মৃত আঃ গনি মেম্বরেরর ছেলে নুর আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে,গ্রামবাসীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপার্দ করে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন,ঘাতক নুর আলমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …