হাসপাতালে ভাংচুর ও চিকিৎসকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

ক্রাইমবার্তা রিপোট:আলমগীর হোসেন লক্ষ্মীপুর বূরোপ্রধান: বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) লক্ষ্মীপুর শাখার উদ্যোগে হাসপাতালে ভাংচুর এবং চিকিৎসকের নৃশংস হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন পালিত হয়। রবিবার ( ২১মে) সকাল ১১ ঘটিকার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডা: মোস্তাফা খালেদ, বিএমএ সভাপতি ডা: আশফাকুর রহমান মামুন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আনোয়ার হোসেন, ডা: ভবানী প্রসাদ রায়, ডা: মাহবুবুর রহমান, ডা: সালাউদ্দিন, ডা: ওমর ফারুক, গাইনী বিভাগ ডা: আসমা আক্তারসহ প্রমুখ । 4
এ সময় বক্তরা বলেন, রবিবার ২১ মে থেকে ২৫ মে ২০১৭ইং তারিখ পযর্ন্ত প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পযর্ন্ত সরকারী ও বেসরকারী সকল হাসপাতালে কালোব্যাজ ধারণ করে ডাক্তারগণ চিকিৎসা সেবা ত্রবং পাশাপাশি মানববন্ধন কর্মসূচি চলবে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।