ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্ত্রিসভায় অর্ধেকই নারী। ২২ জনের এ মন্ত্রিসভায় প্রতিরক্ষা, উচ্চ শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ১১ নারী। এদের মধ্যে ডানপন্থী ও বামপন্থী, উভয়পক্ষেরই প্রতিনিধিত্ব আছে। অলিম্পিকে স্বর্ণপ্রাপ্ত খেলোয়াড় কৃষ্ণাঙ্গ নারী লরা ফ্লেসেল হয়েছেন ক্রীড়ামন্ত্রী। সিলভি গোলার্দ হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী।
এছাড়া মিউরেল পেনিকাড পেয়েছেন শ্রম বিষয়ক মন্ত্রণালয়, আগনেস বিজিন পেয়েছেন স্বাস্থ্য ও সংহতি বিষয়ক মন্ত্রণালয়,আনিক জিরাদান প্রবাসী বিষয়ক, ফ্রানসোয়াস নিসেন সংস্কৃতি বিষয়ক, ফ্রেডারিক ভিদাল উচ্চ শিক্ষা বিষয়ক, এলিজাবেথ বর্ন -পরিবহন বিষয়ক, মারিয়েল ডি সারনেয ইউরোপিয়ান বিষয়ক, সফি ক্লুজেল প্রতিবন্দী বিষয়ক ও মারলিন শেফা লিঙ্গ সমতা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
গত সোমবার দক্ষিণপন্থী নেতা এদুয়ার্দো ফিলিপকে প্রধানমন্ত্রী নিয়োগ করেছিলেন ম্যাক্রোঁ। তারপর সরকার গঠনে পরিবর্তন আনার ব্যাপারে ইঙ্গিত দেন তিনি। এরপর মন্ত্রিসভা গঠনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নারীদের হাতেই তুলে দিলেন। দক্ষিণপন্থীদের একাংশের সমর্থন পেলেও এর বড় এক অংশের ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ম্যাক্রোঁ। বামপন্থীদেরও একাংশ তাঁর এ সংস্কারের বিরোধিতা করেছেন।
সূত্র: পলিটিকু ইউ।
Check Also
ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার
চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি মার্কিন (২ বিলিয়ন) ডলারের …