সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

ক্রাইমবার্তা রিপোট:সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে শবদুল খাঁ ওরফে খোকন খাঁ (৫৫) নামের এক মৌয়াল নিহত হয়েছেন। নিহত খোকন খাঁ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আইজউদ্দিন খাঁর ছেলে।3

সোমবার ভোর সাড়ে ৫টায় সুন্দরবনের তালপট্টি এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আবিয়ার রহমান জানান, তিন দিন আগে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে খোকন খাঁ, আব্দুর রাজ্জাক, আলমগীরসহ কয়েকজন মৌয়াল তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করতে যান। সোমবার ভোরে হঠাৎ একটি বাঘ তাদের নৌকায় আক্রমন করে খোকন খাঁকে তুলে নিয়ে যায়। পরে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে তার সহকর্মীরা।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Check Also

সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি নির্বাচন

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।