গাজীপুরের গরমে ছুটির দাবীতে কারখানায় শ্রমিকদের ভাংচুর

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ গরমে অসুস্থ হয়ে পড়ার কারণে ছুটির দাবীতে গাজীপুরে মঙ্গলবার এক কারখানায় ভাংচুর করেছে শ্রমিকরা।পরে শিল্প পুলিশ ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 4

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন অর রশীদ জানান, সকাল থেকে গাজীপুরের কাশিমপুর নয়াপাড়া এলাকার বিভিন্ন গার্মেন্টসে যথারিতি কাজ চলছিল। সকাল ১১টার দিকে পার্শ্ববর্তী মন্ডল, কটন ক্লাব (বিডি) ও মাল্টি গার্মেন্টের শ্রমিকরা গরমে অসুস্থ হয়ে পড়লে তাদের গার্মেন্ট ছুটি দিয়ে দেয়া হয়। ওই সব কারখানার শ্রমিকরা ফিরে যাওয়ার সময় তারা পার্শ্ববর্তী তাসনিয়া গার্মেন্ট ছুটি দিয়ে দেয়ার জন্য দাবি জানাতে থাকে। এক পর্যায়ে বহিরাগত শ্রমিকরা তাসনিয়া ফ্যাবরিক্স কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে বহিরাগত শ্রমিকরা কারখানার ভিতরে প্রবেশ করে ২০-৩০টি কম্পিউটার, দুটি বাস, তিনটি প্রাইভেটকার ও মাইক্রোবাস, কারখানার দরজা, জানালার কাঁচ ও ফুলের টব ভাংচুর করে।
খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তাসনিয়া কারখানা কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন কারখানার বহিরাগত শ্রমিকরা তাদের কারখানায় হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র, দরজা জানালার কাঁচ, ৫টি গাড়ি, কারখানার মানবসম্পদ বিভাগের বেশ কিছু কম্পিউটার ও আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনার পর কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। হামলায় তাদের কারখানার বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।