ক্রাইমবার্তা রিপোট:মীর খায়রুল আলম, সাতক্ষীরা: সকল জল্পনা-কল্পনা শেষে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনের স্থাগিত ৬নং ওয়ার্ডের নির্বাচন। সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত বিরতিহীনভাবে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সখিপুর খানবাহাদুর আহছানউল্লা কলেজ কেন্দ্রে উপজেলার ৫টি এবং সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন নিয়ে গঠিত জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই স্থাগিত নির্বাচনে হাতি প্রতীকের প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আল-ফেরদাউস আলফা সাধারণ সদস্য পদে এবং এড. শাহানাজ পারভীন মিলি সংরক্ষিত আসনের সদস্য হিসাবে বিজয়ী হয়েছেন। ৬নং ওয়ার্ডের নির্বাচনে সাধারণ সমদস্য পদে আল-ফেরদাউস আলফা হাতি প্রতীক নিয়ে ৬২ ভোট পেয়েছেন অপরদিকে ২ প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম তালা প্রতীকে এবং আবুল ফজল অটোরিক্সা প্রতীকে উভয় ৮ টি ভোট পেয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে পূর্বের দুইটি কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হলেও এই ৬নং ওয়ার্ডের ফলের জন্য সংরক্ষিত মহিলা সদস্য পদের বিজয়ী নির্ণয় করা যায়নি। তবে ফলাফলে সামান্য ব্যবধানে এগিয়ে বা পিছিয়ে থাকলেও চার প্রার্থীর মধ্যে মাইক প্রতীক নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এড. শাহনেওয়াজ পারভীন মিলি ৪২ ভোট পেয়ে সবার শীর্ষে থেকে ৬নং ওয়ার্ডে পেয়েছেন ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে সাবিয়া হোসেন পূর্বে ৩৫ ভোট এবং স্থাগিত কেন্দ্রে পেয়েছেন ২৪ ভোট, ফুটবল প্রতীক নিয়ে সোনিয়া পারভীন শাপলা পূর্বে ৩২ ভোট এবং পরে ১৮ ভোট পেয়ে ৩য় এবং হরিণ প্রতীক নিয়ে রওশনআরা রুবি পূর্বে ২৩ ভোট এবং পরে ১০ ভোট পেয়ে ৪র্থ স্থানে অর্জন করেছে।
Check Also
আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …