পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল পদত্যাগ করেছেন। ‘প্রচ-’ নামে বেশি পরিচিতি পাওয়া এই নেতা বুধবার টিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তার পদত্যাগের কথা ঘোষণা করেন। মাত্র ৯ মাস ক্ষমতায় থাকার পরেই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।17
গত বছরের আগস্টে নেপালি কংগ্রেসের সঙ্গে জোট করার পরে নেপালের ৩৯তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন প্রচ-। মাওবাদী দল সিপিএনের চেয়ারম্যান প্রচ-র সঙ্গে নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট শের বাহাদুর দেউবার ক্ষমতা ভাগাভাগির চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ৯ মাসের মধ্যে পদত্যাগ করার কথা ছিল তার। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের আগ পর্যন্ত এভাবে দুই দল ক্ষমতা ভাগাভাগি করবে।
প্রচ- স্থানীয় নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকবেন। এরপরের প্রাদেশিক ও কেন্দ্রীয় নির্বাচন দেউবার অধীনে হবে। গত মে মাসের ১৪ তারিখ নেপালের ইতিহাসে দুই দশকে প্রথমবারের মতো স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক অস্থিরতার জন্য ১৯৯৭ সালের পরে আর কোনো স্থানীয় নির্বাচন হয়নি।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

Check Also

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।