স্থায়ী জামিন পেলেন মেয়র সাক্কু

ক্রাইমবার্তা রিপোট:জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু।

আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: কামরুল হোসেন মোল্লা এই জামিন দেন।

 

 

এ মামলায় আজ সাক্কু জামিন স্থায়ী করার আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে মামলাটি বিচারের জন্য ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতে বদলির আদেশ ও আগামী ১২ জুন অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেন।

গত ১৮ এপ্রিল মামলার অভিযোগপত্র আমলে নিয়ে সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর ৯ মে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন সাক্কু। আজ পর্যন্ত সে জামিনের মেয়াদ ছিল।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় সাক্কুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করে। পরে ২০১৬ সালের নভেম্বরে সাক্কুকে অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

গত ৩০ মার্চ কুমিল্লা সিটির কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু।

 

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।