ক্রাইমবার্তা রিপোট:আকবরহোসেন,তালা: তালা উপজেলা লাউতাড়া গ্রামের সেলিমমোল্লা এবং সারমিন আক্তারের পুত্র হাইড্রোকেফালাস রোগে আক্রান্ত হাসান বাবুর চিকিৎসার জন্য মধুমতি ব্যাংকের সামাজিক দায় বদ্ধতা কর্মসুচির আওতায় আজ তালা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে মধুমতি ব্যাংক হতে এক লক্ষ্য টাকার অনুদান চেক হস্তান্তর করা হয়। তালা প্রেসক্লাবের আহবায়ক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, মধুমতি ব্যাংকের খুলনা শাখার ম্যানেজার কাইয়ুম জামান, প্রেস ক্লাবের উপদেষ্টা এম এ হাকিম, চ্যানেল ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি মিিনরুল ইসলাম মনি,তালাপ্রেসক্লাবের সদস্য সচিব আঃ জব্বার, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সরদার মশিয়ার রহমান, গাজী জাহিদুর রহমান, ফয়সাল, তপন চক্রবর্তী, সেলিম হায়দার, নজরুল ইসলাম,ইলিয়াস হোসেন,আকবর হোসেন, শফিকুল ইসলাম, রোকনুজ্জামান টিপু প্রমুখউপস্থিত ছিলেন । উল্লেখ্যযে, চ্যানেল ২৪ এর সাতক্ষীরা হতে ছেলেটির অসুস্থতার খবর প্রকাশিত হয়, উক্ত খবর মধুমতি ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক ব্যারেষ্টার ফজলে নুর তাপস,এমপির দৃষ্টিগোচর হলে তিনি ছেলেটির চিকিৎসার জন্য ১লক্ষ টাকার অনুদান দেয়ার ঘোষনা দেন । তাল ফলোশ্রুতিতে আজ তালাপ্রেসক্লাবে আয়োজনে উক্তচেক হস্তান্তর করা হয় । হাইড্রোকেফালাস রোগে আক্রান্ত হাসান বাবুর মা সারমিন আক্তার বলেন,আমি টাকাপেয়ে খুবইয় খুশি । টাকা প্রদানের জন্য মধুমতি ব্যাংককে ধন্যবাদ জানাচ্ছি । ছেলেটি বর্তমানে ঢাকা নিউরো সার্জারী বিভাগের ডাক্তার একরামুল ইসলামের এ কাছে চিকিৎসাধিন রয়েছে ।
Check Also
আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …