রংপুরে গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার দুই শিশু

ক্রাইমবার্তা রিপোট:রংপুরের পীরগঞ্জ উপজেলার খেজমতপুরে গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে দুই শিশু। গুরুতর অসুস্থ্য অবস্থায় শিশু দুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মামুন নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে।152

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, গত শুক্রবার সকালে পুকুরে গোসল করতে গেলে মামুন ও জামরুল শিশু দুটিকে অস্ত্রের মুখে তুলে নিয়ে পাশের আখক্ষেতে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করে ধর্ষকরা ব্যর্থ হয়। মঙ্গলবার পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় এক শিশুর মা আফরোজা বাদি হয়ে পীরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করলে আজ বুধবার দুপুরে পুলিশ মামুন নামের একজন ধর্ষককে গ্রেফতার করে।

মামুন আদালতে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলেও জানান ওসি।

 

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।