ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল-শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে গাবুরা নিজামিয়া দাখিল মাদ্রাসায় ছাত্রীদের অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালিন সময় হঠাৎ বিষ ক্রিয়ায় আক্রান্ত হয়ে ২০ ছাত্রী গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। এ সময় ছাত্রীদের সমস্ত শরীর ফুলে ওঠে এবং প্রচন্ড চুলকানী শুরু হয়। দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। গতকাল বুধবার সকাল ১০টার দিকে পরীক্ষা শুরু হওয়ার আগমুহুর্ত্বে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সিহাব উদ্দীন সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আযম টিটু বলেন, স্থানীয় বখাটেরা এ কান্ড ঘটিয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় সবুজ ও মফিজুল নামে দুই বখাটে কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেছেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Check Also
আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …