তাপদাহের কারনে গাজীপুরে ১১টি পোশাক কারখানার সাড়ে তিন শতাধিক শ্রমিক অসুস্থ্য ॥ কারখানা ছুটি ঘোষণা ॥

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে প্রচন্ড তাপদাহে কোনাবাড়ির কাশিমপুর শিল্প এলাকার অন্ততঃ ১১টি পোশাক কারখানার সাড়ে তিন শতাধিক শ্রমিক বুধবার অসুস্থ্য হয়েছে। এঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 5

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর মোঃ আব্দুল খালেক ও অসুস্থ্য শ্রমিকরা জানায়, গাজীপুরে কোনাবাড়ির কাশিমপুর, জরুন, নয়পাড়া শিল্প এলাকার কারখানাগুলোর শ্রমিকরা প্রতিদিনের মতো বুধবার সকালে কাজে যোগ দেয়। কাজে যোগ দেয়ার ঘন্টাখানেক পর থেকে প্রচন্ড তাপদাহের কারনে কটন ক্লাব বিডি লিমিটেড, মুনটেক্স, পালকি, তাসনিয়া ফ্যাব্রিক্স, মাল্টিসেফ ও আলিম নিটওয়্যার লিমিটেডসহ ওই এলাকার অন্ততঃ ১১টি পোশাক কারখানার শ্রমিকদের পর্যায়ক্রমে বমি ভাব, মাথা ঘোরানো ও পেট ব্যাথা শুরু হলে তারা অসুস্থ্য হতে থাকে। অসুস্থ্যদের অনেকের খিচুনীও দেখা দেয়। এতে কয়েক ঘন্টার ব্যবধানে এদিন ওই কারখানাগুলোর অন্ততঃ সাড়ে তিন শতাধিক শ্রমিক পর্যায়ক্রমে অসুস্থ্য হয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ ও তাদের লোকজন অসুস্থ্যদের উদ্ধার করে স্থানীয় শরীফ জেনারেল হসপিটাল, পপুলার হাসপাতাল, কোনাবাড়ি ক্লিনিক ও হক জেনারেল হসপিটালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যায়। অসুস্থ্যদের মধ্যে কারখানার সুয়িং সেকশনের নারী শ্রমিকের সংখ্যা বেশী। এ ঘটনায় শ্রমিকদের মাঝে আতংক ছড়িয়ে পড়লে অন্য শ্রমিকরা কারখানার কাজ বন্ধ করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই ১১টিসহ প্রায় সব ক’টি পোশাক কারখানা এদিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এব্যাপারে কোনাবাড়ী শরীফ জেনারেল হাসপাতালের চিকিৎসক বাবুল আহমেদ শরীফ জানান, । এ রোগে একজন মাথা ঘুরে পড়ে গেলে তাকে দেখে আরেকজন অসুস্থ্য হয়ে পড়ে যাবে। তাছাড়া প্রচন্ড গরমে কেউ হিটস্ট্রোক করলে একজনের দেখাদেখি অপরজনও মনে করবে তারও স্ট্রোক হয়েছে। আবার সেও অজ্ঞান হয়ে ঢলে পড়তে পারে। তবে অসুস্থ্যদের অধিকাংশরাই চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে।
গাজীপুর শিল্প পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, পোশাক কারখানার শ্রমিক অসুস্থ্য হওয়ার খবর পেয়ে পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয়। গত শনিবার থেকে প্রতিদিনই এ এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা অসুস্থ্য হচ্ছে। তবে বুধবার স্থানীয় প্রায় সব ক’টি পোশাক কারখানা বেশ কিছু শ্রমিক অসুস্থ্য হয়। চিকিৎসকেরা বলছেন প্রচন্ড গরমে কারখানাগুলোর কিছু শ্রমিক অসুস্থ্য হয়। তবে এসব অসুস্থ্যদের দেখে আরো কিছু শ্রমিক অসুস্থ্য হওয়ায় অসুস্থ্যতার সংখ্যা বেড়েছে। তাদের মাস হিস্টেরিয়া হতে পারে। আবার অনেক শ্রমিক কাজে ফাঁকি দিতে ইচ্ছাকৃতভাবে নিজেকে অসুস্থ্যতা দেখিয়ে এ ঘটনা ঘটাচ্ছে। অসুস্থ্য শ্রমিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। অসুস্থ্য প্রায় সব শ্রমিকই প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরছে। এঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাশিমপুর, নয়াপাড়া, জরুন এলাকার অধিকাংশ পোশাক কারখানা এদিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

 

Check Also

গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে নেয়া হবে না : মির্জা ফখরুল

যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিএনপিতে নেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।