আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নজরুল আমাদের প্রেমের কবি, যৌবনের কবি, মানবতার কবি, সাম্যের কবি ও জাতীয় কবি। নজরুল প্রতিদিনই আমাদের কাছে প্রাসঙ্গিক। বাঙালির জাতীয় জীবনে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের মতো তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসে ও প্রতিটি বিশ্বাসে প্রাসঙ্গিক। সেকালে তিনি, একালে তিনি, তিনি চিরকালীন।’বৃহস্পতিবার (২৫ মে) কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে তার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের। নজরুলের সাহিত্যকর্মের অনুবাদ করার যে দাবি কবির নাতনি খিলখিল কাজী তুলেছেন সেবিষয়ে কাদের বলেন, ‘তার দাবিটি সমগ্র জাতীর দাবি। আমি যতটুকু জানি, কবি নজরুলের সাহিত্যকর্মের অনুবাদ বিভিন্ন ভাষায় হয়েছে। তবে তার পরিমাণ বৃদ্ধি করে তাঁর মেধার সৌরভ ও গৌরব ছড়িয়ে দেওয়া উচিৎ। সে বিষয়ে আমি সংস্কৃতি মন্ত্রণালয়ে বিশেষভাবে অনুরোধ করবো। তবে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ জনগণকে সঙ্গে নিয়ে মূলৎপাটন করতে না পারলে তাঁর জন্মদিন পালন স্বার্থক হবে না।’
Check Also
ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান
ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …