নজরুল প্রতিদিনই আমাদের কাছে প্রাসঙ্গিক: ওবায়দুল কাদের

নজরুল প্রতিদিনই আমাদের কাছে প্রাসঙ্গিক: ওবায়দুল কাদের

 ১০:০২ , মে ২৫ , ২০১৭

কাজী নজরুল ইসলাম (ছবি: সংগৃহীত)কাজী নজরুল ইসলাম (ছবি: সংগৃহীত)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নজরুল আমাদের প্রেমের কবি, যৌবনের কবি, মানবতার কবি, সাম্যের কবি ও জাতীয় কবি। নজরুল প্রতিদিনই আমাদের কাছে প্রাসঙ্গিক। বাঙালির জাতীয় জীবনে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের মতো তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসে ও প্রতিটি বিশ্বাসে প্রাসঙ্গিক। সেকালে তিনি, একালে তিনি, তিনি চিরকালীন।’20cf4878b9fdfcc76e3c6624397fb983-592656cf13d3bবৃহস্পতিবার (২৫ মে) কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে তার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের। নজরুলের সাহিত্যকর্মের অনুবাদ করার যে দাবি কবির নাতনি খিলখিল কাজী তুলেছেন সেবিষয়ে কাদের বলেন, ‘তার দাবিটি সমগ্র জাতীর দাবি। আমি যতটুকু জানি, কবি নজরুলের সাহিত্যকর্মের অনুবাদ বিভিন্ন ভাষায় হয়েছে। তবে তার পরিমাণ বৃদ্ধি করে তাঁর মেধার সৌরভ ও গৌরব ছড়িয়ে দেওয়া উচিৎ। সে বিষয়ে আমি সংস্কৃতি মন্ত্রণালয়ে বিশেষভাবে অনুরোধ করবো। তবে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ জনগণকে সঙ্গে নিয়ে মূলৎপাটন করতে না পারলে তাঁর জন্মদিন পালন স্বার্থক হবে না।’

এসময় অন্যানের মধ্যে ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও উপদফতর সম্পাদক

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।