সীমান্ত দিয়ে মাদক , অস্ত্র ও নারী শিশু পাচার প্রতিরোধে বেনাপোলে বিজিবি ও বিএসএফ’র দক্ষিন পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার পর্যায়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোট:বেনাপোল প্রতিনিধি সীমান্ত দিয়ে মাদক , অস্ত্র ও নারী শিশু পাচার প্রতিরোধে আজ বৃহস্প্রতিবার সকালে বিজিবি ও বিএসএফ’র দক্ষিন পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার পর্যায়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বেনাপোল বিজিবি হেড কোয়ার্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় বিজিবির ৪০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃতৃ¦ দেন দক্ষিন পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, পিএসসি ও বিএসএফ’র পক্ষে ৪০ সদেস্যর নেতৃত্ব দেন ভারতের সাউথ বেংগল ফ্রন্টের রিজিয়ন কমান্ডার ইনসপেক্টের জেনারেল এসআর আনজানিউ লিউ। কর্মশালায় কাস্টমস, পুলিশ, মাদক দ্রব্য6
নিয়ন্ত্রন অধিদফতর, কর্মকর্তরাও অংশ গ্রহন করেন। কর্মশালায় কিভাবে উভয় বাহিনীর পক্ষে সীমান্ত পথে মাদক , অস্ত্র ও নারী শিশু পাচার প্রতিরোধ করা যায় সে বিষয়ে প্রশিক্ষন ও কৌশল প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিএসএফ’র ডিআইজি মৃদুল সেনওয়ার, ডিআইজি আরপিএস জেসওয়াল, ৬৪ বিজিবির কমান্ডিং অফিসার মনোরঞ্জন সাহা ও বিজিবির পক্ষে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আনিছুল হক, কুস্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মাসুদ. ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম, ২১ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল তারেক আহমেদ, আরআইবির অধিনায়ক, লে. কর্নেল খবির উদ্দিন, ও মেজর নজুরল ইসলাম উপস্থিত ছিলেন। এরআগে বিএসএফ’র প্রতিনিধি দলকে বেনাপোল চেকপোস্ট নোমান্সল্যান্ডে ফুল দিয়ে শুভেচ্ছা সহ গার্ড অব অনার জানানো হয়।

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।