গোটা দেশ কারাগারে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

ক্রাইমবার্তা রিপোট:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান বিচারপতি বলেছেন দেশে আইনের শাসন নেই, তাহলে বলার অপেক্ষা রাখে না দেশের অবস্থা কোথায় চলে গেছে। গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে।

তিস্তা নদীর পানির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ভারত গিয়ে পানি আনতে পারেননি। নতজানু পররাষ্ট্রনীতির কারণেই তিস্তার পানি চুক্তি হয়নি। আজ অভিন্ন ৫৪টি নদীতে পানি নেই।

আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

 

লালমনিরহাট জেলা পরিষদ হলরুমে জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, তাতী দলের সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা দলের সম্পাদিকা সুলতানা আহেম্মদ, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক, সম্পাদক মাওলানা নেছারুল হক, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক হেলেন জেরিন খান ও লালমনিরহাট জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশের মানুষের ভোটের অধিকার ফিরে দিতে বিএনপি নির্বাচনে যেতে যায়। তবে সেই নির্বাচন হতে হবে নিরোপক্ষ সরকারে অধীনে। বাংলাদেশে এখন সবচেয়ে খারাপ সময় চলছে। কারণ যারা দেশ শাসন করছেন তারা গণতন্ত্রের মুখোশ পরে একদলীয় শাসন ব্যবস্থা শুধু নয়, এক ব্যক্তির শাসন ব্যবস্থা চালু করেছেন। এখানে মানবাধিকার বলতে কিছু নেই। জবাবদিহিতা নেই। একটা সংসদ আছে যেখানে জনগণের সমস্যা সমাধানের কোনো আলোচনা করা হয় না। যে সংসদে বিরোধী দল আছে যাকে সবাই বলে গৃহপালিত বিরোধী দল। তারা শুধু হাতে তালি দেন।

বিএনপি মহাসচিব বলেন, অধিকার হরণ করার একটা পরিবেশ তৈরি হয়েছে। তাই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনা, মা বোনদের সম্মান রক্ষার জন্যে আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জনগণের সরকার ক্ষমতায় আনতে হবে।

সম্মেলনে কেন্দ্রীয় নেতারা বলেন, সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির নামে যে আক্রমণ করা হলো সেটা কার্যালয়ের উপর আক্রমণ নয়, এটা গণন্ত্রের উপর আক্রমণ, দেশের মানুষের উপর আক্রমণ। আজকে বিদ্যুৎ নেই, বাড়ছে শুধু দাম। সাধারণ মানুষের হাহাকার উঠে গেছে। এ অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। পরিত্রাণ পাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

Check Also

ট্রাইব্যুনালে আ.লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন সাঈদী পুত্র

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।