হেফাজতের চাপেই ভাস্কর্য অপসারণ হয়নি : শামসুদ্দিন চৌধুরী মানিক (ভিডিও)

ক্রাইমবার্তা রিপোট:সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে ভাস্কর্য স্থাপন এবং রাতের আধারে অপসারণের পেছনে অন্য কোনো রাজনৈতিক দুরভিসন্ধি আছে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার বিকালে এটিএন নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।24
শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, হেফাজতে ইসলামের চাপ আছে সেই চাপকে আমরা অবশ্য অবজ্ঞা করব। কারণ হেফাজত ইসলামের চাপে দেশ চলবে না এবং তাদের কথা মতো কোনো কিছু ঘটবে না। আমি মনে করি না এই ভাস্কর্যটি হেফাজতে ইসলামের কারণে অপসারণ করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রধান বিচারপ্রতি অনেক কথাই বলছেন যেগুলো রাষ্ট্র এবং দেশের জন্য ক্ষতিকর। এরই মধ্যে তিনি বলেছেন, এই সরকার বিচার বিভাগকে পঙ্গু করে দিয়েছেন। সুপ্রীম কোর্টকে হস্তক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে। এই গুলোর আলোকে বিষয়টি দেখতে হবে। সূত্র : এটিএন নিউজ।


Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।