ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরা: সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে অপহৃত জেলেদের উদ্ধার করে ফেরার পথে নিজ বন্দুকের গুলিতে নৌ-পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ফরেস্ট ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিয়ারাজ হোসেনের (৩২) বাড়ি রাজশাহী জেলায়।
রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মন্টু কুমার দাশ জানান, দুপুরে সুন্দরবনের বসুখালী খালে অভিযানে যায় বিজিবি ও নৌ-পুলিশের যৌথ বাহিনীর একটি দল।
সেখান থেকে বনদস্যুদের কবল থেকে একটি নৌকা ও চারজন জেলেকে উদ্ধার করে নিয়ে আসেন তারা।
মন্টু বলেন, উদ্ধারকৃতদের কৈখালী ফরেস্ট অফিসে সোপর্দ করে ফেরার পথে ট্রলারে উঠছিলেন কনস্টেবল মিয়ারাজ। এ সময় নিজের হাতিয়ারটি ট্রলারে রেখে তার উপর ভর করে উপরে উঠছিলেন তিনি।
হঠাৎ তার বন্দুক থেকে গুলি বের হয়ে বুকের বামপাশে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।