ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ৪৮ ও ৫২-র ভাষা আন্দোলন ছিল বাঙালির জাতীয় মুক্তির লক্ষ্যে জাতীয় জাগরণের দীর্ঘ পথপরিক্রমায় এক টার্নিং পয়েন্ট। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এর চূড়ান্ত পরিণতি। উভয়ই বাঙালির অসাম্প্রদায়িকতা, সমন্বয়, সমতা ও সম্প্রীতির সত্তা বা আদর্শকে আমাদের সাহিত্য চেতনার মর্মমূলে স্থান করে দিয়েছে। এ দুটো যুগসৃষ্টিকারী ঘটনা নিয়ে অনেক সাহিত্য-চর্চা হলেও, এ বিষয়ে আমাদের আরো অধিক সাহিত্য-কর্ম থাকা বাঞ্চনীয় ছিল।
তিনি শনিবার জাতীয় বিশ^বিদ্যালয়ের গাজীপুরস্থ একাডেমিক ভবনের সিনেট হলে বাংলাদেশ সরকার ও বিশ^ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন “কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (ঈঊউচ)” এর আওতায় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার মানোন্নয়নে বাংলা বিষয়ে দু’দিন ব্যাপী এক প্রশিক্ষণ-কর্মশালায় সভাপতির ভাষণে এসব কথা বলেন। কর্মশালার দ্বিতীয় দিনে প্রথম অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক, আই.ই.আর, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সফিউদ্দিন আহ্মেদ। এছাড়াও অধিবেশনে আলোচক ছিলেন ড. তাহ্মিনা বেগম, প্রশিক্ষণ বিশেষজ্ঞ-নায়েম, অধ্যাপক হায়াৎ মামুদ, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়, অধ্যাপক আহমদ কবির, বাংলা বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয় ও অধ্যাপক মোরশেদ শফিউল হাসান।
কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো: নোমান উর রশীদ, ¯œাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেনসহ বাংলা বিষয়ের ২৫ জন কলেজ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।