‘আল্লাহ মেহেরবান’ নিয়ে সমালোচনার মুখে ফারিয়া

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: ‘আল্লাহ মেহেরবান’ গান নিয়ে সমালোচনার মুখে পড়েছেন নুসরাত ফারিয়া। জিৎ-নুসরাত ফারিয়ার ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের ওই আইটেম গানটি শুক্রবার ইউটিউবে প্রকাশ করা হয়। যা ‘বস টু’ সিনেমার একটি গান।

'আল্লাহ মেহেরবান' নিয়ে সমালোচনার মুখে ফারিয়া

গানের দৃশ্যে খোলামেলা পোশাক আর আবেদনময়ী ভঙ্গিতে নাচতে দেখা যায় ফারিয়াকে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। ‘আল্লাহ মেহেরবান, মওলা মেহেরবান’র মতো গানের কথার সঙ্গে নুসরাত ফারিয়ার এমন খোলামেলা উপস্থিতি কতটা প্রাসঙ্গিক তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

প্রাঞ্জলের কথায়, জিৎ গাঙ্গুলীর সুর-সংগীতে, নাকাশ ও জনিতা গানটিতে কণ্ঠ দিয়েছেন। কোরিওগ্রাফি করেছেন এই ছবির অন্যতম নির্মাতা বাবা যাদব। ‘বস টু’ সিনেমায় জিতের বিপরীতে নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎস ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রয়োজনায় নির্মিত হয়েছে। আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা।

গানের ভিডিও লিংক

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।