ভণ্ড কবিরাজের ধর্ষণের শিকার গৃহবধূ

ক্রাইমবার্তা রিপোট:আটক ভণ্ড কবিরাজ শাহাদ আলী

নওগাঁর আত্রাইয়ে ভণ্ড কবিরাজের বিরুদ্ধে চিকিৎসার নামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

পুলিশ ওই ভণ্ড কবিরাজ শাহাদ আলীকে (৫০) আটক করেছে। তার বাড়ি জয়সাড়া গ্রামে।

আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পবনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, পবনডাঙ্গা গ্রামের আবের মণ্ডল (ছদ্ম নাম) দীর্ঘদিন থেকে অসুস্থ। তার চিকিৎসায় পার্শবর্তী জয়সাড়া গ্রামের শাহাদ আলী ওরফে সাধু কবিরাজের দ্বারস্থ হন তার স্ত্রী।

মঙ্গলবার কবিরাজ শাহাদ আলী জানান, স্বামীকে সুস্থ করতে হলে ওই গৃহবধূকে তিনদিন গভীর রাতে পুকুরের সাত ঘাটের পানি সংগ্রহ করতে হবে। আর এই পানি আনতে হবে শুধুমাত্র কবিরাজকে সঙ্গে নিয়ে।

ওই ভণ্ড কবিরাজের কথা মতো স্বামীকে সুস্থ করার জন্যে গৃহবধূ প্রথম দিন মঙ্গলবার রাতেই তার সঙ্গে গিয়ে পানি নিয়ে আসেন। দ্বিতীয় দিন বুধবার রাতে কবিরাজ আবারও গৃহবধূকে সঙ্গে নিয়ে পুকুরে সাত ঘাটের পানি আনতে যান।

এ সময় ভণ্ড কবিরাজ শাহাদ আলী জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ করেন। গৃহবধূ লোকলজ্জার ভয়ে ওই দিন কাউকে কথাটি জানানি।

এরপর বৃহস্পতিবার রাতেও ওই কবিরাজ অসুস্থ আবেরের বাড়িতে এসে আসন বসিয়ে আবারও গভীর রাতে গৃহবধূকে সঙ্গে নিয়ে পানি নিয়ে আসার প্রস্তাব দেয়। এ সময় ওই গৃহবধূ কবিরাজের সঙ্গে যাবেন না বলে জানায়। একপর্যায়ে উপস্থিত লোকজনের কাছে কবিরাজ তাকে আগের দিন ধর্ষণ করার বিষয়টি প্রকাশ করে।

সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন ওই ভণ্ড কবিরাজকে আটক করে রাখে।

পরদিন শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে গ্রামবাসী তাকে পুলিশের হাতে সোপর্দ করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধর্ষণের শিকার গৃহবধূ নিজে বাদী হয়ে শুক্রবার থানায় মামলা করেছেন।

পুলিশ ওই ভণ্ড কবিরাজ শাহাদ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

 

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।