আমেরিকান দক্ষিণা রকের জনক গ্রেগ অলম্যান আর নেই

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :গ্রেগ অলম্যান মারা গেছেন, দক্ষিণের সেই বিখ্যাত গায়ক, আমেরিকার দক্ষিণাঞ্চল ন্যাশভিল, টেনেসিতে বাড়ি বলে উত্তরাঞ্চলের মানুষেরা তাকে বলতো দক্ষিণের শিল্পী, গাইতেন ব্লুস, রক, আর কান্ট্রি সং, যা সেই অঞ্চলের ঐতিহ্যবাহী সংগীত, নিজের ভাইদের নিয়ে পারিবারিক উপাধি অলম্যান নামে খুলেছিলেন ‘অলম্যান ব্রাদার্স ব্যান্ড’, নিজে গান গাইতেন আর লিখতেনও, তার বিখ্যাত গান মিডনাইট রাইডার এক সময় ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীর মানুষের মুখে মুখে, যার কথাগুলো ছিল এরকম- ‘আমি মধ্যরাতের অশ্বারোহী, আমি লুকিয়ে পড়ার জন্য দৌড়াচ্ছি, আমাকে তোমরা চাইলেই ধরতে পারবে না’, সেই গ্রেগ অলম্যান এবার সত্যি সত্যিই লুকিয়ে গেলেন লোকচক্ষুর আড়ালে, আর কেউ চাইলেই তাকে ধরতে পারবে না।5

তার ম্যানেজার জানিয়েছেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি শান্তিতেই মারা গেছেন। মৃত্যকালে তার আত্মিয়-পরিজনরা তাকে ঘিরে ছিলেন। অনেক দিন থেকে তিনি যকৃত ক্যান্সারে ভুগছিলেন। কিন্তু, সেই কথা নিকটজনের বাইরে কাউকে জানাননি। ভক্তদের মনে দুঃখ দিতে চাননি। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তিনি গানের মধ্যেই বাঁচতে চেয়েছিলেন। গত বছর আয়োজন করেছিলেন গান নিয়ে বিশ্বভ্রমণের। কিন্তু, অসুস্থ হয়ে যাওয়ায় সেই ভ্রমণ বাতিল করেন। গত অক্টবরে তিনি জীবনের শেষ কনসার্টে অংশগ্রহণ করেছিলেন। এতোদিন ছিলেন জর্জিয়ায় নিজের বাড়িতে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুর আগে জানিয়ে গেছেন তার ভাইয়ের সমাধিক্ষেত্রের পাশেই যেন তাকে সমাহিত করা হয়।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা বিশ্বের সংগীত অঙ্গনে। তার প্রান্তন স্ত্রী চের জানিয়েছেন, এই বেদনা আমি কোনো শব্দ দিয়েই প্রকাশ করতে পারবো না। আমি কথা বলতে চেষ্টা করছি, কিন্তু, পারছি না। বিখ্যাত সংগীতশিল্পী মেলিসা ইথারিজ জানিয়েছেন, দক্ষিণের রকপ্রেমীদের হৃদয় ছিন্ন হয়ে গেছে, তার প্রয়াণের সাথে একটি যুগের সমাপ্ত হয়ে গেছে, কিন্তু, তিনি চিরকাল বেঁচে থাকবেন সংগীতপ্রেমীদের মনে। এপি, বিবিসি, উইকিপিডিয়া

Check Also

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।