ক্রাইমবার্তা রিপোট:সুপ্রিমকোর্টের প্রাঙ্গণ থেকে সরিয়ে নেয়া ভাস্কর্য (গ্রিক দেবীর মূর্তি) এনেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করায় প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
রোববার বেলা ৩ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
ফরীদ উদ্দীন মাসুউদ বলেন, একজন প্রধান বিচারপতি জাতীয় ঐক্যের প্রতীক। কিন্তু বর্তমানে ভাস্কর্য বনাম মূর্তি নিয়ে তার আচরণে জাতি বিভক্ত হয়ে পড়েছে। তিনি বিতর্কিত হয়ে পড়েছেন বলে অনুমেয়। জাতি হতাশ। এতদপ্রেক্ষিতে তিনি স্বতঃস্ফূর্ত পদত্যাগ করে জাতিকে মুক্তি দেবেন- আশা করি।