ভুল ব্যাখ্যা দিচ্ছে আইন মন্ত্রণালয়: প্রধান বিচারপতি

ক্রাইমবার্তা রিপোট:আইন না জেনে মন্ত্রণালয় ভুল ব্যাখ্যা দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা।

সোমবার অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধিমালার গেজেট প্রকাশের শুনানিতে তিনি এ মন্তব্য করেন।

এ সময় প্রধান বিচারপতি বিচার বিভাগকে বিক্ষুব্ধ না করার বিষয়েও সাবধান করে দেন।

এদিন গেজেট প্রকাশে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের কাছে দুই সপ্তাহ সময় চান।

গেজেট প্রকাশে সময় কেন চাওয়া হচ্ছে- প্রধান বিচারপতি জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘গেজেট রাষ্ট্রপতির কাছে আছে।’

পরে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা হাসব, না কাঁদব? অ্যানিওয়ে, আমি কিছু বলছি না। স্বাধীনতার ৪৫ বছর পার হয়ে গেছে। কিছু ত্রুটি রয়ে গেছে। কিছু অনিয়ম আছে। এগুলো নিয়ে সারাজীবন নয়। আমরা চাচ্ছি একটা সিস্টেমে চলে আসতে।’

এরপর আদালত শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষকে আরও দুই সপ্তাহ সময় মঞ্জুর করেন।

শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগীয় যেসব কর্মকর্তাকে প্রেষণে (ডেপুটেশন) দিয়েছি, তাদের যদি প্রত্যাহার করি, তাহলে কারও কিছু করার থাকবে না। বিচারকদের ডেপুটেশনে দিয়ে সরকারের সঙ্গে সুষ্ঠুভাবে কাজ করতে হাত বাড়িয়ে দিয়েছি। ১৮৯৭ সালের সেকশন ২১ দেখেন। আপনারা বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না।’

১৭ বিচারকের বিদেশ গমন নিয়ে মন্ত্রণালয় ও সুপ্রিমকোর্টের সারকুলার বিষয়ে আদালত বলেন, ‘পত্রিকায় বলা হয়, প্রধান বিচারপতির সঙ্গে সরকারের দ্বন্দ্ব। আপনার মিনিস্ট্রিকে বলবেন, জেনারেল ক্লজ অ্যাক্টের ২১ পড়তে। সরকারকে বলবেন, যেসব বিচারক প্রেষণে আছেন তারা সরকারি কর্মচারী নন।’

গত ২২ মে বিচারিক আদালতে প্রেষণে থাকা ১৭ জন বিচারকের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেন সুপ্রিমকোর্ট।

আদেশে বলা হয়, সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শ না করে ১৭ বিচারককে বিদেশে যাওয়া থেকে বিরত থাকতে হবে।

একই সঙ্গে আদালত হুশিয়ার দিয়ে বলেন, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট বিচারকেরা বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন।

‘রাষ্ট্রপতির কাছে কোনো ফাইল পাঠিয়ে যদি বলা হয়, ‘করবেন’, তখন তিনি ‘হ্যাঁ’ বলেন। আর ‘না’ বললে, ‘না’ বলেন’- উল্লেখিত বিষয়ের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, ‘এ কারণে বলছি, ভুল ব্যাখ্যা দেয়া হয়। ভুল বোঝাবুঝি যত কম হয়, ততই ভালো।’

তিনি আরও বলেন, ‘আইন না জেনে মন্ত্রণালয় ব্যবধান সৃষ্টি করছে। তারা যদি মনে করে, আইনের একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দেবে, তাহলে ভুল করবে।’

 

Check Also

এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।