দেবহাটায় সড়ক দূর্ঘটনায় নিহত ১,আহত ৮
ক্রাইমবার্তা ডটকম
29/05/2017
দেবহাটায় ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ট্রাকের মালিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৮ জন। আহতদের মধ্যে ২জনকে মারাত্মক অবস্থায় খুলনা প্রেরন করা হয়েছে। এছাড়া ১জন নলতা হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং বাকী আহতরা নলতা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি মাছের ট্রাক যার নং- যশোর ন ১১-০৭৬৩ কালীগঞ্জ দিকে যাওয়ার সময় দেবহাটা উপজেলার হাদীপুর পানির কলের মোড়ে আসলে ড্রাইভারের অতর্কতায় আকষ্মিকভাবে নিয়ন্ত্রন হারিয়ে একটি ঘরের দেয়ালের সাথে ধাক্কা লাগে। ট্রাকটি দ্রুত গতিতে চলার কারনে রাস্তার পাশে বসে থাকা হাদীপুর গ্রামের অজেদ আলী গাইনের স্ত্রী হাসিনা খাতুন (৫০) ও তার পুতনি জান্নাতুন (৮) কে চাপা দেয়। হাসিনা খাতুন তার পুতনি জান্নাতুনকে স্কুলে দিয়ে আসার জন্য বসে ছিলেন। এ ঘটনায় ট্রাকের মধ্যে থাকা ট্রাক মালিক কালীগঞ্জ উপজেলার বাজারগ্রাম কাশিমপুর গ্রামের আরশেদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৫২) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া মারাত্মক আহত অবস্থায় হাসিনা খাতুন ও জান্নাতুনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছে। এছাড়া ট্রাকের মধ্যে থাকা অপর মাছ ব্যবসায়ী দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের আবু সিদ্দিকের ছেলে মোখলেছুর রহমান (৫০) সহ ৫জন মাছ ব্যবসায়ী আহত হন। মোখলেছুর রহমান এ রিপোর্ট লেখা পর্যন্ত নলতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর অপর ৫জন নলতা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। দূর্ঘটনার পরপরই দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটিকে আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন ১ জন নিহতের কথা স্বীকার করে জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা প্রেরন করা হবে এবং ট্রাকটি পুলিম হেফাজতে আছে। ওসি জানান, এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।