প্রকাশ : ৩০ মে ২০১৭,
কক্সবাজার-চট্টগ্রাম উপকূলে ১৩৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মোরা’।
ঘণ্টায় ১৩৫ কিলোমিটারের বেশি গতির বাতাস নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড়টি।
ঘূর্ণিঝড় মোরার আঘাতে উপকূলে বেশ কিছু গাছপালা উপড়ে গেছে। সেই সঙ্গে বহু মাটির বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও জেলা প্রশাসনের কন্ট্রোল রুম নিয়ন্ত্রক মো. সাইফুল ইসলাম বলেন, এ ইউনিয়নে বহু মাটির বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক জায়গায় গাছপালা উপড়ে গেছে।
সেন্টমার্টিনে প্রচণ্ড ঝড়ো বাতাসের সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।
এখনর পর্যন্ত তিনি কোনো হতাহতের খবর পাননি বলেও জানান।