চিকুনগুনিয়ায় আক্রান্ত মিম

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:: ঢাকায় বেড়েছে চিকুনগুনিয়ার প্রকোপ। কয়েকদিন আগে এ রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বর্তমানে বিশ্রামে রয়েছেন তিনি। জানালেন মিমের মা ছবি সাহা।3
তিনি জানান, মিম কলকাতা থেকে ফেরার পর ২৮ মে জ্বর অনুভব করেন এবং মাঝে মাঝে বমি করছিলেন। একসময় প্রকোপ বেড়ে গেলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে জানতে পারেন, চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়েছেন।
ছবি সাহা আরো বলেন, ‘মিম এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। গত দুদিনের চেয়ে আজকে একটু ভালো। গত দুদিন মিমের শরীরে প্রচ- ব্যাথা ছিল। ও নিজেও ঘুমাতে পারেনি আর আমাদেরকেও ঘুমাতে দেয়নি। ব্যাথায় বাচ্চাদের মতো চিৎকার করেছে।’
তিনি বলেন, ‘এনটিভিতে একটি নাচের অনুষ্ঠানের মহড়ায় অংশ নিয়েছিল কলকাতা থেকে ফিরে। আমরা ভেবেছিলাম, নাচের কারণে শরীর ব্যাথা করছে। কিন্তু পরে দেখলাম ব্যাথার মাত্রা বেশি। চিকিৎসক জানান, চিকুনগুনিয়া হয়েছে।’
সম্পূর্ণ বিশ্রাম আর চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তিনদিন পর রক্তের কিছু পরীক্ষা করতে হবে।
মিম ২৮ মে সৃজিত মুখার্জির পরিচালনায় ‘ইয়েতি অভিযান’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করে ঢাকায় ফেরেন। এ সিনেমায় আরো অভিনয় করছেন কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বাংলাদেশের ফেরদৌস। এছাড়া খুব শিগগির যৌথ প্রযোজনার ‘ওলট পালট’-এর শুটিংয়ে অংশ নেবেন তিনি।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।